—————————————————————————————————-
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পরিচালক ও প্রতিষ্ঠাতা মহিউদ্দিন মানু সাংগঠনিক সফরে আজ রাতে চট্টগ্রাম যাচ্ছেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলায় সাংগঠনিক সফর করবেন। কেন্দ্রীয় পরিচালক তাঁর জন্মস্থান আনোয়ারা উপজেলার নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হবেন। আনোয়ারা উপজেলাসহ চট্টগ্রাম দক্ষিণ জেলায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যে তাঁর এই সফর। এছাড়া চট্টগ্রামে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথেও সাংগঠনিক বিষয় নিয়ে তিনি মতবিনিময় করবেন।
