আগামীকাল ৭ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্ক ভিত্তিক সংগঠন ‘ছড়াটে’র আয়োজনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ, ভারত ও নিউইয়র্কে অবস্থানরত লেখকদের নিয়ে ‘ছড়াটে আড্ডা’ অনুষ্ঠিত হবে। এই আড্ডায় বাংলাদেশ থেকে শিশু সংগঠক, ছড়াকার, কিশোর বাংলার যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মিয়া মনসফ অংশ নেবেন। আরো যারা অংশ নিচ্ছেন তারা হলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্যিক দীপ মুখোপাধ্যায়, বাংলাদেশের শিশু সাহিত্যিক আহসান মালেক, ব্রত রায়, নিউইয়র্ক প্রবাসী আলমগীর বাবুল। এছাড়া। অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন শামস্ চৌধুরী রুশো।
মিয়া মনসফ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন, সমসাময়িক রাজনীতি ও শিশু সংগঠনের অভিজ্ঞতাসহ নানা বিষয়ে কথা বলবেন।