‘আগামীকাল বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র ৩ দশক পূর্তি। জেলায় জেলায় ব্যাপক কর্মসূচি।কেন্দ্রীয় কমিটি সর্বস্তরের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন।
———————————————————
আগামীকাল ৩ আগষ্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একমাত্র জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠার ৩ দশক পূর্তি। দিবসটি পালন উপলক্ষে কর্মসূচি নেয়া হয়েছে। করোনা প্রাদুর্ভাবের কারণে বড় অনুষ্ঠানের আয়োজন না হলেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্ অর্পণ, জননেত্রী শেখ হাসিনার আহবানে বৃক্ষরোপন করে দিনটিকে স্মরণী করে রাখার উদ্যোগ নেয়া হয়েছে।সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও থানার নেতৃবৃন্দ যে যেখানে আছেন সেখানেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এবং একটি গাছের চারা রোপন করে ইতিহাসের সাক্ষী কেন্দ্রীয় কমিটি আহবান জানিয়েছে।
আগামীকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্য্ন্ত এই কর্মসূচি নেয়া হয়েছে।
দিনটি উপলক্ষে কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক মীর মোশাররেফ হোসেন পাকবীর, পরিচালক মহীউদ্দিন মানু, সভাপতি মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ সকল নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৯০ সালের ৩ আগষ্ট বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রতিষ্ঠিত হয়।
