আগামীকাল রাত ৯টায় প্রচারিত হবে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নিবেদিত গীতিআলেখ্য অনুষ্ঠান ‘জনক আমার জনক”
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নিবেদিত আগামীকাল রাত ৯টায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সকল আইডি থেকে একযোগে প্রচারিত হবে বিশেষ গীতিআলেখ্য অনুষ্ঠান ‘জনক আমার জনক’।
অনুষ্ঠানটিতে স্বরচিত কবিতায় অংশ নিয়েছেন আহসান মালেক, রহীম শাহ, আশরাফুল আলম পিনটু ও মিয়া মনসফ।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সঙ্গীত পরিচালক ও গণসঙ্গীত শিল্পী প্রয়াত অশোক সেনগুপ্ত কথায় ও সুরে কন্ঠ দিয়েছেন সৈকত, নিপা ও পান্থ।
উপস্থাপনায় ঐশ্বর্য্ বসাক।
‘জনক আমার জনক’ গীতিআলেখ্য অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও গবেষনা করেছেন মিয়া মনসফ।