জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জাতীয় সম্মেলন-২-১৯ এর আর ১৮দিন বাকী। ইতিমধ্যে বিভিন্ন জেলা, মহানগর ও থানা কমিটি গঠনের কাজ পুরোদমে এগিয়ে চলছে। মাঠ পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। জেলা ও মহানগরের অংশগ্রহনকারী প্রতিনিধিদের নামের তালিকাও দীর্ঘ্ হচ্ছে দিন দিন। আজ আরো ৪টি জেলা ও মহানগরের প্রেরিত প্রতিনিধির নামের তালিকা প্রকাশ করা হলো।
বরিশাল জেলা
———–
১।সুরঞ্জিত দত্ত লিটু ২। আলাউদ্দিন খোকন, ৩ ।মুজিবর রহমান খোকা, ৪ । অলিউল ইসলাম লোটাস, ৫। চন্দন দাস, ৬। রনজিত সেন, ৭। পপি ঘোষ, ৮। রাহাত খান, ৯। তপু সুর, ১০। আয়সা সিদ্দিকী, ১১। নুরুল আম্বিযা বাবু ,
বরিশাল মহানগর
————————-
১বিধান রায় তাপস, ২। অপূর্ব দাস অপু, ৩। মোঃনোমান, ।৪ । ফয়সাল আহমেদ মুন্না, ৫। শাওন দাস জেকি, ৬। শুভ সাহা৭ সজল পাল, ৮। তানভীর আহমেদ, ৮। রফিক আজাদ, ৯। সাহানাজ মিতা, ১০ সুমন দাস, ১১। সাদিযা আরেফিন।
নেত্রকোনা জেলা
————–
১। মোঃ মাজহারুল হক মাসুদ -সভাপতি
২। ফরহাদ হোসাইন -সাধারণ সম্পাদক
৩। মোঃ জাহাঙ্গীর আলম -সহ সভাপতি
৪। আমিনুল ইসলাম মানিক -সহ সভাপতি
৫। মোঃ সাজ্জাদ হোসেন -যুগ্ম সম্পাদক
৬। শেখ মোহাম্মদ সাহেদ -সাংগঠনিক সম্পাদক
৭। ডাঃ আল আমিন খান- সাংগঠনিক সম্পাদক
৮। মাহমুদুল হক তালুকদার পিয়াস – সাংগঠনিক সম্পাদক
৯। এপ্রিলি হক- চারুকলা সম্পাদক
১০। আরিফ আহমেদ জুবায়ের -সাবেক সাংগঠনিক সম্পাদক
১১। মোঃ এনামুল হক – সদস্য
১২। শেখ মোঃ অলিউল্লাহ- সদস্য
১৩। শফিকুল ইসলাম লালু – সদস্য
১৪। আমিনুল ইসলাম -সভাপতি (দূর্গাপুর উপজেলা)
১৫। রাকিব আল হাসান -সাধারণ সম্পাদক (দূর্গাপুর উপজেলা)
১৬। আব্দুর রহিম রায়হান -সভাপতি (কেন্দুয়া উপজেলা)
১৭। রাজীব খান -সভাপতি (আটপাড়া উপজেলা)
১৮। সাদির নারী মিঠুন -সাধারণ সম্পাদক (আটপাড়া উপজেলা)
১৯। সুমন রানা অভি – সভাপতি (লক্ষীগন্জ্ঞ ইউনিয়ন, নেত্রকোনা সদর)
২০। শহীদুল ইসলাম তন্ময় – সদস্য (কেন্দুয়া উপজেলা)
২১। মনিরুল হক সুমন – সহ- প্রচার সম্পাদক (জেলা কমিটি)
২২। মতিউর রহমান -সহ সভাপতি -( জেলা কমিটি)
মানিকগঞ্জ জেলা
————-
১। সভাপতি- রোমেজা আক্তার খান । ২।সাধারণ সম্পাদক- সমাপ্ত হোসেন, ৩। সদস্য- আফসানা জামান, ৪।সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- অরোয়া জামান , ৫। ক্রীড়া বিষয়ক সম্পাদক- মোঃ নাইম।