আগামী ১৩ আগষ্ট বৃহস্পতিবার জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার অন্তর্বর্তীকালিন কমিটির নেতৃবৃ্ন্দ নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী ও সদস্য সচিব ইয়াছিন মোহাম্মদের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে টুঙ্গিপাড়া সফরে যাচ্ছেন। নব গঠিত কমিটির ৩১ সদস্য ছাড়াও বিভিন্ন জেলার নেতৃবৃন্দও বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে যাচ্ছেন। এছাড়া খুলনা,বরিশাল, বাগেরহাট, রাজবাড়ী মাদারীপুর ও ফরিদপুর থেকে বিপূল সংখ্যক বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শিশু কিশোর প্রতিনিধিও টুঙ্গিপাড়া মাজার জিয়ারত কর্মসূচীতে অংশ নেবে।