মেলার জেলা সংবাদ ডেস্ক : জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গমাটি জেলা মুজিববর্ষে ২৮ তম জাতীয় শিশু দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে। জেলার সভাপতি মনসুর আহমেদ জানিয়েছেন, গতবছর করোনা মহামারিতে লকডাউনের কারণে জাতীয় প্রতিযোগিতা আয়োজন সম্ভব হয়নি। এবছর স্ব্ল্প পরিসরে ৪ টি বিভাগে প্রতিযোগিতা আয়োজন করা হবে।
তিনি বলেন, প্রতিবছর রাঙ্গামাটি জেলা ব্যাপক কর্মসূচি নিয়ে থাকে। কেন্দ্রীয় জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১১টি বিষয়ে প্রতিযোগিতা আয়োজন করা হয়। যেহেতু করোনা মহামারীর কারণে জাতীয় প্রতিযোগিতা সম্ভব হচ্ছেন, জেলার সাংগঠনিক কার্য্ক্রম মজবুত রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে মুজিববর্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে। ইতিমধ্যে শিশু কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।
কর্মসূচি নিম্নরূপ :
১৪ মার্চ ৪ টি বিভাগে শিশু কিশোরদের নিয়ে সংগীত ও চিত্রাংকন প্রতিযোগিতা ।
১৫মার্চ ৪ টি বিভাগে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা।
১৭ মার্চ বিকাল ৩টা র্যালী,অালোচনাসভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থান,,আওয়ামীলীগ দলীয় কার্যালয়।