করোনা দুর্যোগে অসহায়দের পাশে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ময়মনসিংহ জেলা ও মহানগর ময়মনসিংহের বিভিন্ন খেটে খাওয়া ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিলি করেছে। মহানগরের সভাপতি মারুফ মুন্নার নেতৃত্বে শহর এলাকায় অসহায় মানুষদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি জননেতা মোঃ ইকরামুল হক টিটুর সহযোগিতায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মহানগর ও জেলা শাখার পক্ষ থেকে দুইশত অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রীর উপহার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।