Bangabandhu Shishu Kishore Mela

করোনা দুর্যোগে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা খুলনা জেলা ও মহানগরের ত্রাণ কার্যক্রম শুরু। উদ্বোধন করেন নগর পিতা তালুকদার আবদুল খালেক।

করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, খুলনা মহানগর ও জেলা শাখা এবং অন্তর্ভুক্ত থানা ও উপজেলায় জনগনের জন্য বহুমুখী কাজ করে যাচ্ছে।খুলনা জেলা সভাপতি হাসান হাফিজুর রহমান, মহানগর সভাপতি কবির আহমেদ,মহানগর সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা জেলা সাধারণ সম্পাদক হীরামনি শাহিতাজের সহযোগিতা ও নির্দেশনা অনুযায়ী খুলনা সদর,খালিশপুর, দৌলতপুর,সোনাডাঙ্গা,খান জাহান আলী থানা ও রুপসা উপজেলায় ত্রাণ বিতরণ চিকিৎসাসেবা, মাস্ক প্রদান, সেনিটাইজার সাবান প্রদান, সচেতনতামূলক প্রচার ও পরিচ্ছন্নতা অভিযান এসব কার্যক্রম চলমান রয়েছে। দৌলতপুর শাখা সহযোগী সংগঠনের সাথে জোটভুক্তভাবে ত্রাণ কাজে অংশ নেয়। খুলনার নগর পিতা, মাননীয় মেয়র,কেসিসি তালুকদার আব্দুল খালেক মেলা কার্যালয়ে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসব কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
#খুলনা সদর থানার সভাপতি জাহাঙ্গীর আলম।
#রুপসা উপজেলার সভাপতি আল মোমিন লিটন।
#দৌলতপুর থানার সভাপতি মাধব কৃষ্ণ মন্ডল।
#খালিশপুর থানায় মহানগর সহ সভাপতি ডাঃ সায়েম।
#খানজাহান আলী থানার সাবেক সাঃ সম্পাদক চিন্ময় রায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *