গত ২২ মার্চ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার বাছাই প্রতিযোগিতা চট্টগ্রাম শিশু একাডেমীতে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন ৭ টি উপজেলার থেকে প্রায় ৫শতাধিক প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা উত্তর জেলার অধ্যাপক মোঃ মঈনুদ্দিন, এটিএম পেয়ারুল ইসলাম।জাবেদ জাহাঙ্গীর টুটুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজ্ঞ বিচারকমন্ডলী সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।