Bangabandhu Shishu Kishore Mela

চট্টগ্রাম বর্ষবরণ অনুষ্ঠানে মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শিল্পীদের তাক লাগানো নৃত্য পরিবেশন

 

গত ১৩ এপ্রিল চট্টগ্রাম নববর্ষ উদযাপন পরিষদ সিআরবিতে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। বর্ষ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক আবদুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শকদের মাতিয়ে রাখে। তরুনের কোরিওগ্রাফিতে চট্টগ্রাম মহানগরের জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীসহ প্রাষ অর্ধশতাধিক শিশু কিশোর শিল্পী বর্ষবিদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।এ সময় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার চট্টগ্রাম মহানগরের সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক ওসমান গনি মানিকসহ মহানগর ও থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎসব কমিটি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা  চট্টগ্রাম মহানগর শিল্পীদের তাক লাগানো পরিবেশনার জন্য সম্মাননা স্মারক প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *