চট্টগ্রাম মহানগরের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান।একশত বেলুন ওড়াবে একশত জন শিশু। উদ্বোধন করবেন চট্গ্রাম জেলা প্রশাসক।
———————————————————-
আগামী ১৩ মার্চ্ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর আয়োজন করবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান।একশত জন শিশু একশত বেলুন্ উড়িয়ে জন্মশত বার্ষিকীর উদ্বোধন করা হবে।
বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন মাননীয় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান।
একই দিন চট্গ্রাম মহানগর আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্বের আয়োজন করা হয়েছে।