Bangabandhu Shishu Kishore Mela

জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শ্রদ্ধাঞ্জলি

৪টা আগষ্ট বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্ অর্পন করে শ্রদ্ধা করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয়  বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী,প্রধান পৃষ্ঠপোষক মীর মোশারেরফ হোসেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফ, সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ, কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, মাসুদ রানা, গোপালজেলার সভাপতি নুর আলম গাজী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে বিপুল সংখ্যক শিশু কিশোরসহ শোক র‌্যালী বের। শোক র‌্যালীতে কেন্দ্রীয় মেলার প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষকসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ অংশ নেন।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে শিশু কিশোর ও গোপালগঞ্জ জেলার নব নির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় মেলার প্রধান উপদেষ্টা ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা  টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয় ও গোপালগঞ্জ জেলা কার্যালয় উদ্বোধন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *