জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠার ৩ দশক পূর্তি উপলক্ষ্যে স্মরণিকার কাজ দ্রুত এগিয়ে চলেছে। ইতিমধ্যে বিভিন্ন জেলার সাংগঠনিক বিভিন্ন কর্মসূচির ছবি পাঠিয়েছে স্মরণিকায় প্রকাশের জন্য।যে সকল জেলা এখনো ছবি পাঠাননি শেষ সুযোগ হিসেবে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে ছবি পাঠিয়ে দিন।
আপনার শাখাটি প্রতিষ্ঠা হবার পর থেকে যে সকল কর্মসূচি পালন করেছেন, যেমন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জন্মদিন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন, জাতীয় শিশু দিবস, বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠান, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীসহ যেসকল কর্মসূচি পালন করেছেন, সে সকল কর্মসূচি থেকে সবচেয়ে সুন্দর ৫টি ছবি নির্ধারিত সময়ের মধ্যে ই- মেইলে পাঠিয়ে দিন। ই-মেইল- bskmela@gmail.com
