বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা পটিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির নির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দু’ই প্রতিষ্ঠাতা ও বর্তমানে কমিটির পরিচালক মহীউদ্দিন মানু ও সভাপতি মিয়া মনসফ।
এক বিবৃতিতে তারা বলেন, বীর চট্টগ্রামের দক্ষিণ জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ্ সাংগঠনিক জেলা। পটিয়া উপজেলা একটি গুরুত্বপূর্ণ্ উপজেলা। এই উপজেলায় গঠিত নতুন কমিটি সাংগঠনিকমাঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ্ ভূমিকা রাখবেন এ প্রত্যাশা করেছেন দক্ষিণ চট্টগ্রামে জন্ম নেয়া এই দুই কেন্দ্রীয় নেতা। তারা আশা প্রকাশ করেন, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা এই উপজেলা আবার সাংগঠনিকভাবে সরব হবে এবং কেন্দ্র নির্দেশিত জাতীয় প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে উপজেলার সকল স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহনের সুযোগ করে দেবে।
নব গঠিত কমিটির সভাপতি এস এম পারভেজ ও সাধারণ সম্পাদক মোবাশ্বেরের নেতৃত্বে উপজেলার সকল ইউনিয়নে শক্তিশালী কমিটি গঠন হবে এই আশাবাদ ও ব্যক্ত করেন তারা।