বঙ্গবন্ধুর শততম জন্মদিনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঢাকা অঞ্চলের বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
গত ১৭ই মার্চ ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেথ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন ও ২৬তম জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঢাকা জেলা ও মহানগর শাখা যৌথভাবে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৯ এর ঢাকা অঞ্চলের বাছাই প্রতিযোগিতার আয়োজন করে। রাজধানীর ফার্মগেটস্থ তেজগাঁও কলেজে বাছাই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংস্কৃতিক ব্যক্তিত¦ ড. ইনামুল হক, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্ঠপোষক মীর মোশাররেফ হোসেন পাকবীর,লাকী ইনাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, ইঞ্জিনিয়ার মোঃ আবুদুস সোবহান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সাধারণ ইয়াছিন মোহাম্মদ,, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মঞ্জুর আলম, সভাপতিমন্ডলীর সভাপতি স্বপন সাহা, সুনীল কুমার মালো, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা জেলার সভাপতি জাফর ইকবাল, ঢাকা মহানগরের সভাপতি রহমতউল্লাহ সবুজ, ঢাকা জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
বাছাই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও কিশোর বাংলার পক্ষ থেকে ব্যাগ ও কিশোর বাংলা পুরস্কার দেয়া হয়।