গণমানুষের প্রাণের নেতা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমানের সাথে বাঁশখালি উপজেলার সদ্য নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আজ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় দক্ষিণ জেলার নব নির্বাচিত সভাপতি আলমগীর তালুকদারও উপস্থিত ছিলেন।
বাঁশখালী উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাহমুদুল ইসলাম বদি, সাধারণ সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগ নেতা মফিজুর রহমানকে স্বাগত জানান।
আন্দরকিল্লাস্থ দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জনাব মফিজুর রহমান নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বঙ্গবন্ধুর আদর্শে লালিত একটি শিশু সংগঠন। আমি নিজেই এই সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত।
তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের আদর্শের জায়গা থেকে কাজ করে যেতে হবে। গতানুগতিক ধারায় নয়, শিশু সংগঠনের মর্যাদা ঠিক রেখে তোমাদের কাজ করতে হবে।
তিনি সংগঠনের কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, এই সংগঠন আমার প্রাণের সংগঠন। চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগ সব সময় এই সংগঠনের পাশে থাকবে।