Bangabandhu Shishu Kishore Mela

বঙ্গবন্ধু শিশু কিশোর জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্ব্ সমাপ্ত।সেপ্টেম্বরে চুড়ান্ত প্রতিযোগিতা

কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বঙ্গবন্ধুর শততম জন্মদিনে ২৬ জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। সারাদেশে এই প্রতিযোগিতার বাছাই পর্ব্ শেষ হয়েছে।৮টি বিভাগীয় জেলা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও বরিশালসহ সব কটি জেলায় বাছাই প্রতিযোগিতা ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী সেপ্টেম্বরে চুড়ান্ত প্রতিযোগিতা ঢাকায় অনুষ্ঠিত হবে।

গত ১লা মার্চ্ এবছরের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম বাছাই পর্ব্ অনুষ্ঠিত হয় টুঙিপাড়ায়। টঙ্গিপাড়া বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা এই বাছাই প্রতিযোগিতার আয়োজন করে।

দিনব্যাপী বাছাই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন টুঙ্গিপাড়া  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইলিয়াছ হোসেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি আজিজুল ইসলাম।

বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা গোপালগঞ্জ জেলার সভাপতি নুরুল আলম গাজী।

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *