১৭ মার্চ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে শুক্রবার অনুষ্ঠিত অনুষ্ঠানে ভারত, চীন, নেপাল, শ্রীলংকা, ভূটান, অষ্ট্রেলিয়া, জাপান, ইন্দোনেশিয়ার প্রায় ২ শতাধিক শিশু অংশ গ্রহণ করে। শিশুরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আঁকে এবং ছবিগুলো অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা, দি ডেইলি অবজারভারের সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দি ডেইলি অবজারভার এর উদ্যোক্তা পরিচালক, কিশোর বাংলার সম্পাদক, মোহাম্মদী গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্ঠপোষক মীর মোশাররেফ হোসেন ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডঃ মনোরঞ্জন ঘোষাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেলার উপদেষ্টা হারুন রশিদ আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সভাপতি আক্তারুজ্জামান মিথুন, সহিদুল হাসান, যুগ্ম সম্পাদক খুরশিদ আলম, নজরুল ইসলাম কিষান, প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ইয়াছিন মোহাম্মদ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শিশু কিশোর শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে উপস্থিত শিশু কিশোরেরা অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটে।