আজ চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি আলমগীর তালুকদার ও সাধারণ সম্পাদক লায়ন সাবের আহমেদ জেলার আওতাধীন থানা ইউনিয়নের নেতৃবৃন্দকর্তৃক ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক আজ নেতকর্মীদের নিয়ে দক্ষিণ চট্টগ্রামের গণমানুষের নেতা প্রয়াত আক্তারুজ্জামান চৌধুরী বাবুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও জিয়ারত করেন।এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।কবর জেয়ারত শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন থানা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
এসময় জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন ইউনিয়ন ও থানার নেতৃবৃন্দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তেব্যে বলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জাতির পিতার আদর্শে গড়া দেশের শ্রেষ্ঠ শিশু সংগঠন। সবাইকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শিশুদের জন্য কাজ করার আহবান জানান। তারা বিভিন্ন থানা ও ইউনিয়নের নেতৃকর্মীদের উদ্দেশ্যে বলেন, বড়দের মান্য করে ছোটদের স্নেহ করে সংগঠনের সাংগঠনিক কাজ এগিয়ে নিতে হবে।তারা বলেন, শিশু কিশোরদের বিকাশে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সারাদেশব্যাপী কাজ করছে। দক্ষিণ চট্টগ্রামে ইতিপূর্বে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জাতীয় প্রতিযোগিতা করা হয়নি। আগামী বছর করোনামুক্ত বাংলাদেশে দক্ষিণ চট্গ্রামে প্রত্যন্ত অঞ্চলের শিশু কিশোরদের নিয়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।
দক্ষিণ জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠান সর্বাত্মকভাবে সফল করার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।