বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বাঁশখালী, কর্ণফুলী ও আনোয়ারা শাখায় সাংগঠনিক গতি সঞ্চারিত হয়েছে।
আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়
—————————————————————-
নব গঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ইতিমধ্যে ৩টি উপজেলায় যোগ্য নেতৃত্বের সমন্বয়ে গঠন করেছে নতুন কমিটি। উপজেলা ৩টি হচ্ছে আনোয়ারা, কর্ণফুলি ও বাঁশখালী। বাঁশখালি উপজেলার সভাপতি মাহমুদুজ্জামান বদি, সাধারণ সম্পাদক ওমর ফারুক ওমর, কর্ণফুলি উপজেলার সভাপতি আলহাজ্ব এন এম আক্তার ও সাধারণ সম্পাদক জি এম কিবরিয়া এবং আনোয়ারা উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এরশাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আরিফের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। দীর্ঘদিন এই তিনটি উপজেলায় যোগ্য নেতৃত্বের অভাবে সাংগঠনিক কার্য্ক্রম স্থবির হয়ে পড়েছিল।
ইতিমধ্যে তিন কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার অভিভাবক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিুজুর রহমান ও জননেতা আলহাজ্ব আবদুল্লাহ কবির চৌধুরী লিটনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এই দুই নেতা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নবনির্বাচিত নেতাদের বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে সংগঠনের কার্যক্রম পরিচালনার আহবান জানান।