আজ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, চন্দনাইশ উপজেলা কমিটি গঠিত হয়েছে।আজ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দক্ষিণ জেলার কাযনির্বাহী কমিটির এক সভায় এই কমিটি গঠিত হয়।৪৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।
দক্ষিণ জেলা কাযালযে অনুষ্ঠিত এই সভা পরিচালনা করেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক লায়ন সাবের আহমেদ। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলার সভাপতি আলমগীর তালুকদার।
দক্ষিণ চট্টগ্রামের মেয়াদোত্তীর্ণ ৮টির মধ্যে ৫টিতেই নতুন কমিটি গঠন করা হলো। বাকী ৩ উপজেলা বোয়ালখালি, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা কমিটি গঠনের প্রক্তিয়া চলছে।
নব গঠিত কমিটির নির্বাচিত নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কমিটির পরিচালক মহীউদ্দিন মানু ও সভাপতি মিয়া মনসফ অভিনন্দন জানিয়েছেন। তারা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করে বলেন, দক্ষিণ চট্টগ্রামের গুরত্বপূর্ণ এই উপজেলায় নতুন কমিটির নেতৃবৃন্দ তাদের যোগ্যতার স্বাক্ষর রাখবে এবং শিশু কিশোরদের প্রতিভা বিকাশে কাজ করার দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফের জন্মস্থান চন্দনাইশ উপজেলায়।