বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র আরো ৩জেলার মুজিব বর্ষের কমসূচি ঘোষনা ।সংগঠনের নেতাকর্মী, উপদেষ্টা ও পৃষ্ঠপোষকদের অর্থায়নে মুজিব বর্ষ পালনের নির্দেশ কেন্দ্রীয় সভাপতির
—————————————————————————–
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সারাদেশে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে। ইতিমধ্যে মধ্যে জন্মশত বার্ষিকী সর্বাত্মকভাবে সফল করতে সারাদেশে মেলার শাখাসমূহে নির্দেশ পাঠিয়েছে কেন্দ্রীয় কমিটি।এবছর বঙ্গবন্ধুর জন্মদিনে ২৭তম জাতীয় শিশু দিবসের নিয়মিত কর্মসূচি জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০ আরো ব্যাপকভাবে পালনের কর্মসূচি শুরু হয়েছে গতবছর জানুয়ারী থেকে। ইতিমধ্যে জেলায় জেলায় প্রতিযোগিতার ফরম প্রচারপত্র বিলি বন্টন করছে জেলাগুলো। ব্যাপক সাড়া পড়েছে বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিযোগী ও অভিভাবকদের মধ্যে।কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফ ইতিমধ্যে ৪টি বিভাগীয় জেলায় সংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। তিনি মুজিব বর্ষ অত্যন্ত আড়ম্বরভাবের পালনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বিগত দিনের মতো সংগঠনের নেতাকর্মী, উপদেষ্টা ও পৃষ্ঠপোষকদের অর্থায়নে মুজিব বর্ষ পালনের জন্য জেলা পর্যায়ের মেলার নেতাদের নির্দেশ প্রদান করেন।
নোয়াখালী, রাঙ্গামাটি, সিলেট মুজিব বর্ষ পালনের কর্মসূচি ঘোষনা
—————————————————————
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের পর আরো ৩ জেলায় মুজিব বর্ষ পালনের কর্মসূচি ঘোষনা করেছে। এসব জেলার বছরব্যাপী কর্মসূচির মধ্যে আছে, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প, গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মধুমাসে গরীবদের ফল বিতরণ,পুরস্কার বিতরণী অনুষ্ঠান, উৎসবরেলী ও বঙ্গবন্ধুর গানের অনুষ্ঠান
নোয়াখালী জেলা ও সিলেট জেলা মহানগরের যৌথ সভা
———————————————————
মুজিব বর্ষকে সর্বাত্মকভাবে সফল করতে আজ নোয়াখালী জেলা কমিটি বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে। সভায় মুজিব বর্ষ পালনসহ একুশে ফেব্রুয়ারী ভাষা দিবস পালনের বিস্তারিত আলোচনা হবে।আগামী ২২ ফেব্রুয়ারী সিলেট জেলা ও মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় সকল উপদেষ্টাও উপস্থিত থাকবেন।