Bangabandhu Shishu Kishore Mela

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রকৃত ইতিহাস ও কিছু দুর্লভ ছবি

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্টাতা হারুন রশিদ আজাদ ১৯৭২ সালের ২৮ মে গন ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধের সময় লুট হওয়া কিছু দুর্লভ বই বঙ্গবন্ধুকে ফিরত দিতে গেলে বঙ্গবন্ধু হারুন রশিদকে আবেগে আপ্লুত হয়ে বুকে জড়িয়ে ধরেন। ২০১১ সালে বঙ্গবন্ধু কন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার সিডনিতে গেলে এ দুর্লভ ছবিটি উপহার দেন।

পরবর্তী ছবিটি ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু যাদুঘড়ে ছবিটি সংরক্ষণ করা হয়। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে হারুন রশিদকে একটি ধন্যবাদ পত্র দেওয়া হয়। হারুন রশিদ আজাদ ইতিহাসের একটি অংশ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আজ ধন্য।

বঙ্গবন্ধু সৃতি নতুন প্রজন্ম কাছে তুলে ধরার জন্য ১৯৮৮ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা গঠন করেন। ধানমন্ডি ৩২ প্রথম ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পালনে মাধ্যমে সংগঠনের যাত্রা শুরু ১০ দিন ব্যাপী অনুষ্ঠান করেন ২৬ মার্চ ওয়ারীতে সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে।