‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র প্রতিষ্ঠাতা উপদেষ্টা রাহাত খান আর নেই
———————————————-
জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও বিশিষ্ট কথাসাহিত্যিক রাহাত খান আর নেই।
কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
আজ শুক্রবার রাতে নিউ ইস্কাটনের নিজ বাসায় তিনি মারা যান। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
বার্ধক্যের কারণে রাহাত খান বিভিন্ন রোগে ভুগছিলেন, তাঁর হৃদরোগও ছিল। রাতে ইস্কাটনের বাসায় তিনি মারা যান। আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর মরদেহ কিছু সময়ের জন্য জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে নেওয়া হতে পারে।
তাঁর উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘অনিশ্চিত লোকালয়’, ‘অমল ধবল চাকরি’, ‘ছায়া দম্পতি’, ‘শহর’, ‘হে শূন্যতা’, ‘হে অনন্তের পাখি’, ‘মধ্য মাঠের খেলোয়াড়’, ‘এক প্রিয়দর্শিনী’, ‘মন্ত্রিসভার পতন’, ‘দুই নারী’, ‘কোলাহল’ প্রভৃতি।
তাঁর মৃত্যুতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক মীর মোশাররেফ হোসেন পাকবীর, পরিচালক মহীউদ্দিন মানু, সভাপতি মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ গভীর শোক জানিয়েছেন। তাঁরা তাঁর শোকার্থ পরিবারের প্রতি গভীর সববেদনা জানান।
