ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম সমাচার নামে একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের দৃষ্টি আকর্ষন হয়েছে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার। গত ২৩ তারিখ প্রকাশিত সংবাদে বলা হয়, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কের সাথে উত্তর জেলার আওতাধীন থানাসমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় হয়েছে নগরীর একটি হোটেলে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা উত্তর জেলার আওতাধীন ৭টি উপজেলার নেতৃবৃন্দের সাথে কথিত
কেন্দ্রীয় কমিটির সভাপতি জানিয়েছেন, চট্টগ্রাম বিভাগে ‘বিভাগীয় সমন্বয়ক’ হিসেবে কাউকে দায়িত্ব দেবার প্রশ্নই উঠেনা। গঠনতান্ত্রিকভাবে প্রত্যেক জেলার সভাপতি নির্বাহী ক্ষমতার অধিকারী। তিনি প্রয়োজন মনে করলে জেলার নেতৃবৃন্দের সাথে আলোচনা করে জেলার আওতাধীন থানাগুলোর সাথে মত বিনিময় করবেন। এমন অসাংগঠনিক পদ পদবী ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কেন্দ্রীয় সভাপতি অনুরোধ জানিয়েছেন।