মুজিববর্ষ্ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ‘বৃক্ষরোপন কর্মসূচি’ পালন করবে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা
আজ মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ১ কোটি গাছ লাগানোর নিদের্শ দিয়েছেন। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পালনের সিদ্ধান্ত গ্রহন করেছে।
আগামী ৩ আগষ্ট বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠার ৩ দশক পূর্তি। এ উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সারাদেশের শাখাসমূহে কর্মসূচি গ্রহন করেছে।
কর্মসূচির মধ্যে মুজিববর্ষ উপলক্ষে অভিভাবক সংগঠন বাংলাদেশে আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিববর্ষ উপলক্ষ্যে ১ কোটি বৃক্ষরোপন কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেবে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর ৩ দশক পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাবে।
সারাদেশের শাখাসমূহে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহন করে বঙ্গবন্ধুকন্যার নির্দেশ পালনের আহবান জানাচ্ছি।