Bangabandhu Shishu Kishore Mela

মুজিব কোট পরিহিত ১০০ শিশু’র র ্যালী হবে কুড়িগ্রাম। মুজিব বর্ষে আরো ৩ জেলার কর্মসূচি।
—————————————————————————————————
আগামী ১৭ মার্চ জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে ১০০ শিশু নিয়ে র ্যালী করবে ব্ঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ ও কুষ্টিয়ায়ও ভিন্ন ভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলা
————-
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা ২৭তম জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে জেলা পরিষদ থেকে মুজিব কোট পরিচিত একশত শিশু কিশোর নিয়ে র ্যালীর আয়োজন করেছে। র ্যালীর শুভ উদ্বোধন করবেন জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি জাফর আলী।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা ২৭তম জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে জেলা পরিষদ থেকে মুজিব কোট পরিচিত একশত শিশু কিশোর নিয়ে র ্যালীর আয়োজন করেছে। র ্যালীর শুভ উদ্বোধন করবেন জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি জাফর আলী।

ঝিনাইদহ জেলা
————-
১৭ই মার্চ, মুজিব শতবর্ষে – বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা,ঝিনাইদহ জেলা শাখার অায়োজনে- সকাল ৯ টা ৩০ মিনিটের সময়, ইন্টারন্যাশনাল এম, এন একাডেমি, হামদহ, ঝিনাইদহ, হতে অানন্দ শোভা যাত্রা,অালোচনা সভা, শিশু কিশোরদের নিয়ে কেট কাটা, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তিনটি বিভাগে প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। বিভাগ – ক) প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণী।খ) ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী।গ) কলেজ / বিশ্ববিদ্যালয়।

কুষ্টিয়া জেলা
————
কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ১৭ই মার্চ আয়োজন করবে ২৭তম জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান। শিশু কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করবে।
আগামী ২৭ মার্চ আয়োজন করবে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *