মুজিব বর্ষের ব্ছরব্যাপী ব্যবহৃত মাথার ক্যাপ এখন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলায় জেলায়
————————————————————————————————
বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও ২৭তম জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি দৃষ্টি নন্দন ক্যাপ প্রকাশ করেছে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। আজ জেলায় জেলায় ক্যাপটি পৌঁছে গেছে ।
গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশু শিল্পী প্রত্যয়ের মাথায় মেলার প্রধান পৃষ্ঠপোষক মীর মোশাররেফ হোসেন মুজিব বর্ষের বিশেষ ক্যাপটি পরিয়ে দেন। গতকালই সারাদেশে পাঠিয়ে দেয়া হয় বছরব্যাপী ব্যবহৃত মুজিব বর্ষের দৃষ্টি নন্দন ক্যাপটি।
করোনা ভাইরাস সংক্রমনের বিস্তার থেকে মুক্ত থাকতে বড় অনুষ্ঠান বন্ধ হলেও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ঘরোয়াভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিশু কিশোরদের নিয়ে পুষ্প স্তবক অর্পন কর্মসূচি পূর্বেই নির্ধারিত ছিল। প্রায় সব কটি জেলা পুষ্প স্তবক অর্পনের পাশাপাশি শিশুদের নিয়ে কেক কাটার কর্মসূচিও গ্রহন করেছে।