মুজিব বর্ষে জাতীয় প্রতিযোগিতার প্রচার কাজে জেলার শীর্ষ নেতৃবৃন্দ
—————————————————————————————-
জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২০ এর জেলায় জেলায় ব্যাপক প্রচার কাজ চলছে। প্রায় প্রতিটি জেলায় প্রচারের কর্মযজ্ঞ শুরু হয়েছে। জেলাগুলোতে প্রতিযোগীদের অংশগ্রহনের লক্ষ্যে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলার শীর্ষ নেতৃবৃন্দরা প্রচার কার্যে নেমেছে।
ঢাকা মহানগরের সভাপতি রহমত উল্লাহ সবুজ ও জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল, শিশু একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লিফলেট বিলি করছেন অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে। ঢাকা অঞ্চলের প্রতিযোগিতা হবে আগামী ২৭ মার্চ রাজধানীর কলাবাগার স্কুলে।
চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম উত্তরের বাছাই প্রতিযোগিতার কাজ পুরোদমে এগিয়ে চলছে।ছুটির দিন ছাড়াও অন্যান্য দিনেও মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, চট্টগ্রাম উত্তরের থানায় প্রতিযোগিতার প্রচার কাজ শাখার শীর্ষ নেতারা।চট্টগ্রাম মহানগরের ইকবাল হোসেন ও ওসমান গনি মানিকের নেতৃত্বে একঝাঁক মেলার তরুন নেতা এই প্রচার কাজে অংশ নিচ্ছে।
নারায়নগঞ্জ জেলার সভাপতি হাবিবুর রহমান হাবিবের জেলার নেতৃবৃন্দ নারায়নগঞ্জ জেলার আওতাধীন থানা সমূহে প্রচার কাজি চালিয়ে যাচ্ছে।
ফেনী জেলার বিভিন্ন থানায় থানায় জেলার সাধারণ সম্পাদক ও আই মামুনের নেতৃত্বে জেলা ও থানার নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালাচ্ছে।