মুজিব বর্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বিভিন্ন জেলায় কর্মসূচি ও জাতীয় প্রতিযোগিতার বাছাই পর্বের আয়োজন। দিনরাত প্রস্ততির কাজ চলছে।
——————————
এ বছর বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে মুজিব বর্ষ। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বছর শুরুতেই কর্মসূচি শুরু করেছে। বঙ্গবন্ধুর জন্মদিনে ২৭তম জাতীয় শিশু দিবস ২০২০ উপলক্ষ্যে সারাদেশের জেলায় জেলায় কর্মসূচি গ্রহন করেছে। রাজশাহী, ফেনী ও বরগুনা জেলা জাতীয় প্রতিযোগিতার বাছাই পর্বের আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।
রাজশাহী জেলা শাখা
আগামী ২০মার্চ-২০২০ভোলানাথ স্কুল,(জিরো পয়েন্ট এর পৃর্ব পাশ) ঘোড়ামারা,রাজশাহী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পুরোদমে চলছে রেজিষ্ট্রশনের কাজ। বিপুল সংখ্যক প্রতিযোগী এবার অংশ নেবার কথা জানিয়েছেন রাজশাহী জেলার মেলার নেতৃবৃন্দ।
বরগুনা জেলা
বরগুনা জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বাছাই প্র্রতিযোগিতার আয়োজন করেছে আগামী ২০ মার্চ জেলা শিল্পকলা একাডেমিতে। বরগুনা সর্বত্র শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারের কাজ চলছে।
ফেনী জেলা শাখা
ফেনী জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আগামী ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ২৭তম জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে শহীদ মিনার থেকে বর্ণাঢ্য উৎসব র্যালীর আয়োজন করা হয়েছে। বিকেলে শিশুদের নিয়ে সংগঠনের কার্যালয়ে শিশুদের নিয়ে কেক কাটার কর্মসূচি রয়েছে।
এছাড়া ২৭মার্চ ফেনী মডেল স্কুলে ফেনী জেলার বাছাই প্রতিযোগিতার আয়োজন করা হবে।