মুজিব বর্ষে রাজবাড়ী ও চাঁদপুর জেলায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ব্যাপক প্রস্তুতি
চাঁদপুর জেলা :
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখা মুজিব বর্ষে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে। চাঁদপুর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবর্ক অর্পনের মধ্য দিয়ে ১৭ই মার্চ দিনের কর্মসূচি শুরু করবে। একই দিন জেলা প্রশাসক আয়োজিত অনুষ্ঠানে মেলার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে।
জাতীয় প্রতিযোগিতার বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২১ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন মাননীয় শিক্ষামন্ত্রী দিপু মনি। বিশেষ অতিথি থাকবেন নগর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটুয়ারী দুলাল।
জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি এ্যাড. বদিউজ্জামান কিরণ জানিয়েছেন, এবছর জেলার প্রত্যন্ত এলাকা থেকে প্রায় সহস্রাধিক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেবে।
রাজবাড়ী জেলা :
রাজবাড়ী বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মুজিব বর্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
দিনব্যাপী অনুষ্ঠানে অতিথি হিসেব উপস্থিত থাকবেন- সাংসদ সদস্য সদস্য কেরামত আলী,জেলা প্রশাসক-দিলশাত বেগম, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এয়াদত আলী, মেয়র মো: আলী, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমেদ।