মুন্সিগঞ্জ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রথম জেলা শাখা
————————————
জাতির জনকের নামে প্রথম শিশু সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি গঠনের পর প্রথম জেলা শাখা গঠন করা হয় মুন্সিগঞ্জ জেলায়। সে কারণে মুন্সিগঞ্জ জেলা শাখা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ঐতিহ্যবাহী শাখা।জেলার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মুকুল মৃধা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন বর্তমানে কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সভাপতি মনিরুজ্জামান শরীফ।
দুজনের নেতৃত্বে সেই দুঃসময়ে গঠন করা হয় মুন্সিগঞ্জ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা । মুকুল মৃধা দীর্ঘ্ দিন অসুস্থ থাকার কারণে মুন্সিগঞ্জ জেলা কিছুটা মৃয়মান হয়ে পড়ে সাংগঠনিক ক্ষেত্রে। পরবর্তীতে শেখ মনিরুজ্জামান রিপন সভাপতির দায়্ত্বি গ্রহনের পর সাংগঠনিকভাবে কিছুটা উঠে দাড়ায়।আশা করি মুন্সিগঞ্জ জেলার নেতৃবৃন্দ এই ঐতিহ্যবাহী জেলা শাখার মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবেন।
মেলার ৩ দশকপূর্তিতে জেলার সকল নেতৃবৃন্দকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন
