Bangabandhu Shishu Kishore Mela

ময়মনসিংহ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র সাংগঠনিক অবস্থান বেশ শক্তিশালী।
————————————————–
১৯৯৪ সালে গড়ে ওঠে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ময়মনসিংহ জেলা। সে সময় যারা দায়িত্ব পালন করেছে তাদের সাংগঠনিক দায়িত্ব ময়মনসিংহে তেমন গতি আনতে পারেনি। ধীরে ধীরে সেই কাটিয়ে উঠে বর্তমানে শক্ত অবস্থানে আছে সদ্য বিভাগীয় জেলায় হিসেবে মর্যাদা পাওয়া ময়মনসিংহ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। বর্তমানে জেলা ও মহানগরের দুটি কমিটি রয়েছে।জেলার সভাপতি রোয়েদা চৌধুরী তাদের মাধ্যমে সাংগঠনিক বোঝাপড়া বেশ চমৎকার। ময়মনসিংহ জেলার সাংগঠনিক অবস্থান এ পর্যায়ে আসার যার অবদান তিনি জেলার সভাপতি রোয়েদা চৌধুরী। সবচেয়ে কমবয়সে জেলার দায়িত্ব প্রাপ্ত রোয়েদা সাধারণ সম্পাদক ইফফাত হোসেন রিজনকে সাথে নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে ময়মনসিংহে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেছে।
ময়মনসিংহ জেলা বিভাগ হিসেবে মর্যাদা পাবার পর পরই গঠন করে মহানগর কমিটি। উপহার দেন তারুন্য নির্ভর একটি কমিটি। মহানগরের দায়িত্ব পাওয়া সভাপতি মারুফ মুন্না ও সাধারণ সম্পাদক নওরীদ পারভেজ রিয়াদ নেতৃত্বে ময়মনসিংহ মহানগর কমিটি সংগঠনের নিয়মিত কার্য্ক্রমের পাশাপাশি সামাজিক কাজও করেছে যাচেছ।যা অত্যন্ত প্রশংসনীয়।
সংগঠনের ৩ দশক পূর্তি উপলক্ষে ময়মনসিংহের সকল নেতৃবৃন্দকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *