বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দুই অংশের একিভূত প্রক্রিয়া বাস্তবায়ন কমিটির সদস্য্ সুসান আনোয়ার চৌধুরীর বড় ভাই চিত্রশিল্পী হেলাল চৌধুরীর অকাল মৃত্যুতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার লিঁয়াজো কমিটির আহবায়ক সুনীল কুমার মালো,সদস্য সচিব শেখ মনিরুজ্জামান লিটন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পরিচালক মহিউদ্দিন মানু, সভাপতি মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা বলেন, তার মৃত্যুতে দেশের একজন সম্ভাবনাময় শিল্পীকে হারালো। নেতৃবৃন্দ শোকার্থ্ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।