১৭ই মার্চ কুড়িগ্রাম বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর ১০০ তম জম্মদিনে সকালে আনন্দ র্যালী, জাতীয় সাংস্কির্তিক প্রতিযোগিতার বাছাই পর্ব্ আয়োজন করা হয়।জেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী ।অনুস্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মন্জু মন্ডল । কুড়িগ্রাম জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সারওয়ার হোসেন সন্জু ও ফাল্গুনী তরফদারসহ মেলার সকল নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।