২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিনিধিত্ব করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডঃ মনোরঞ্জন ঘোষাল এবং সভাপতি ইয়াছিন মোহাম্মদ ।
এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্ঠপোষক মীর মোশাররেফ হোসেন সম্পাদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিদেশী শিশুকিশোরদের জন্য প্রকাশিত একটি স্মারক প্রকাশনা অতিথিদের হাতে তুলে দেয়া হয়।
অনাড়ম্বর এই আয়োজনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ২৫শে মার্চের কালো রাত, গণহত্যা ইত্যাদি নানা বিষয়ে আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়।