চট্টগ্রাম জেলার ৩ দশক পূর্তি উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান
———————————————–
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র ৩ দশক পূর্তিতে চট্টগ্রাম জেলা আজ বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। কর্মসূচির মধ্যে রয়েছে পোষ্টার প্রদর্শনী, শিশুদের চিত্রাংকন প্রদর্শনী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন ও বৃক্ষরোপন কর্মসূচি। এসব কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
অনুষ্ঠানের উদ্বোধন করে মফিজুর রহমান শিশু কিশোরদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যত। তোমরা বঙ্গবন্ধুর সোনার মানুষ হয়ে একদিন এদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার দায়িত্ব নেবে।তিনি আরো বলেন, একটি শিশু সংগঠন ৩০ বছর পেরোলো। এটি গর্বের বিষয়। তিনি মেলার নেতৃবৃন্দকে এই সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করে কাজ করার জন্য ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন জেলার নেতা মনোরঞ্জন কীর্তনীয়।
