নীলিমা ইব্রাহিম ১১ অক্টোবর ১৯২১ সালে জন্মগ্রহন করেন। মৃত্যুবরণ করেন ১৮ জুন ২০০২। তিনি হলেন বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী। ১৯৫৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন এবং ১৯৭২ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৭৪-৭৫ সালে তিনি বাংলা একাডেমির অবৈতনিক মহাপরিচালক ছিলেন।
তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জাতীয় দিবস পালনের প্রস্তাবক ছিলেন তিনি। তার প্রস্তাবে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ১৯৯৪ সাল থেকে বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় শিশু দিবস হিসেব পালন করে আসছে।