Bangabandhu Shishu Kishore Mela

Previous Committee 2010-2012

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার (২০১০-২০১২) সালের পূর্ণাঙ্গ
উপদেষ্টামন্ডলী   কার্যনির্বাহী কমিটি

উপদেষ্টা মন্ডলী:
প্রধান উপদেষ্টা –  ইকবাল সোবহান চৌধুরী
প্রধান পৃষ্ঠপোষক –  মীর মোশাররফ হোসেন পাকবীর

 বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয়  উপদেষ্টামন্ডলী
সাবেক প্রধান বিচারপতি কামালউদ্দিন হোসেন, আবদুল গাফফার চৌধুরী, ড. এ কে আজাদ চৌধুরী, সারাহ বেগম কবরী, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আ আ ম স আরেফিন সিদ্দিক, সৈয়দ সামশুল হক, শিল্পী কাইয়ুম চৌধুরী, ড. আবুল বারাকাত, রাহাত খান, কবি মহাদেব সাহা, এম এ গনি, কবি রফিক আজাদ, ড. ইনামুল হক, আসাদ চৌধুরী, লাকী ইনাম, জহীর কাজী, খ ম হারুন, এস এম আমিনুর রহমান, ইঞ্জিঃ আবদুস সোবহান।

জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় উপদেষ্টা

উপাধ্যৰ আবদুস শহীদ (মৌলভীবাজার), সতীশ চন্দ্র রায় (দিনাজপুর), বেগম মুন্নুজান সুফিয়ান(খুলনা), তালুকদার আবদুল খালেক(খুলনা), বদরউদ্দিন আহমেদ কামরান(সিলেট), র্শফিকুর রহমান এমপি(সিলেট), এডভোকেট মেজবাহউদ্দিন সিরাজ(সিলেট), আ জ ম নাসির উদ্দিন(চট্টগ্রাম), কাজী এনামুল হক দানু(চট্টগ্রাম), মফিজুর রহমান(চট্টগ্রাম), নুরম্নল আনোয়ার চৌধুরী বাহার(চট্টগ্রাম), দীপঙ্কর তালুকদার এমপি(রাঙ্গামাটি), বীর বাহাদুর এমপি(বান্দরবান), নুরম্নন্নবী চৌধুরী শাওন এমপি(ভোলা), মাঈনুদ্দিন হাসান চৌধুরী(চট্টগ্রাম), ইকবালুর রহিম এমপি(দিনাজপুর), খালিদ মাহমুদ চৌধুরী এমপি(দিনাজপুর), ইসহাক আলী খান পান্না(দিনাজপুর), আলহাজ্ব মমতাজ উদ্দিন আহমেদ(বগুড়া), মজিবুর রহমান মজনু, নাজনীন আহমেদ সুলতানা(কুড়িগ্রাম), মুশফিকুর রহমান খান হান্নান, মোঃ হায়দার আলী খান, অধ্যাপক মোহাম্মদ হানিফ(নোয়াখালী), এ কে এম শাহজাহান কামাল(লৰীপুর), প্রফেসর ড.মোহাম্মদ আলমগীর(খুলনা), এম এ মঞ্জুর(কক্সবাজার), মোহাম্মদ মহিউদ্দিন(মুন্সিগঞ্জ), এস এম ইদ্রিস আলী এমপি, ড. শামসুল হক ভুঁইয়া(চাঁদপুর), চৌধুরী খালেকুজ্জামান, জনাব, টিপু মুন্সি এমপি, নুরম্নল ইসলাম, আ ক ম মোজাম্মেল হক(গাজীপুুর), নুরম্নল হুদা মুকুট(সুনামগঞ্জ),  এইচ এম আশিকুর রহমান এমপি(রংপুর), খালেদা সারওয়ার(নারায়নগঞ্জ)।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি

পরিচালক   মহিউদ্দিন মানু
সভাপতি মিয়া মনসফ

সভাপতিমন্ডলীর সদস্যঃ-
সৈয়দ আবদুল মতিন, আক্তারম্নজ্জামান মিথুন, অগ্নিরম্নদ্ধ দাশ টিটো, হাসান হাফিজুর রহমান, সুনীল কুমার মালো, সাইফুল ইসলাম, মোহাম্মদ গোলাম নওশের আলী।

সাধারণ সম্পাদকইয়াছিন মোহাম্মদ

যুগ্ম সাধারণ সম্পাদক
এম এম কবির আহমেদ।

সাংগঠনিক সম্পাদক-
শহীদুল হাসান বিপু (ঢাকা), জাফর আহমেদ ফারম্নক (চট্টগ্রাম), তহিরম্নল ইসলাম মিলন (সিলেট), মাহবুব আলম খান (রংপুর), গৌতম কুমার দাস (রাজশাহী), সুরঞ্জিত দত্ত লিটু (বরিশাল), মোঃ ফরহাদ ইকবাল(খুলনা)

সহ সাংগঠনিক সম্পাদক
সামিনা ইয়াসমিন (ঢাকা), মনসুর আহমেদ (চট্টগ্রাম), আফসর আজিজ (সিলেট), মোহাম্মদ আলী তুতা (খুলনা), সারোয়ার হোসেন সঞ্জু (রংপুর), ইকতেজার মুর্শেদ শ্যামল (রাজশাহী), নুরম্নন্নাহার লুচি (বরিশাল)।

দপ্তর সম্পাদক ¯^cb কুমার সাহা। সহ-দপ্তর সম্পাদক আতিউর রহমান বেলাল।
অর্থ সম্পাদক মঞ্জুর আলম। সহ-অর্থ সম্পাদক গোলাম মোসৱফা শরীফ।
আনৱর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। সহ-আনৱর্জাতিক সম্পাদক আফজাল হোসেন রানা।
সাংস্কৃতিক সম্পাদক সাবরিনা সোবহান। সহ-সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন সুমন।
ক্রীড়া সম্পাদক – হেলাল উদ্দিন কবীর। সহ-ক্রীড়া সম্পাদক –  ইকবাল হোসেন ।
প্রচার সম্পাদক –  মনিরম্নজ্জামান শরীফ। সহ-প্রচার সম্পাদক –  নুসরাত বিনতে কবীর অপি।
প্রকাশনা সম্পাদক – নাজমুন নাহার নিপা । সহ-প্রকাশনা সম্পাদক – আমিনুল ইসলাম মিঠু।
পাঠাগার সম্পাদক –  রাজু বড়ুয়া। সহ-পাঠাগার সম্পাদক – সমাপ্ত হোসেন ।
চারম্নকলা সম্পাদক – বিপুল কুমার মালো। সহ-চারম্নকলা সম্পাদক – মনোরঞ্জন কীর্তনিয়া।
সমাজকল্যাণ সম্পাদক –  সুপ্ত বড়ুয়া। সহ-সমাজ কল্যাণ সম্পাদক – রোমেজা আকতার খান মাহিন
তথ্য গবেষণা সম্পাদক –  সুজা উদ্দিন। সহ-তথ্য গবেষণা সম্পাদক – জাহিদ বাহার শিপলু ।
সাহিত্য সম্পাদক – মাহবুবর রহমান আকন্দ। সহ-সাহিত্য সম্পাদক – আলী আশফাক।
শিৰা সম্পাদক –  মিজানুর রহমান বিপস্নব। সহ-শিৰা সম্পাদক – কামনাশীষ পাল রিন্টু।

নির্বাহী সদস্য 
মফিজুর রহমান (চট্টগ্রাম), জাফর ইকবাল, ফারম্নক ভুঁইয়া (ঢাকা), নজরুল ইসলাম দেলোয়ার (ঢাকা), জাহাঙ্গীর আলম (ঢাকা), মোঃ মনিরুজ্জামান মন্টু (ঢাকা), শওকত বাঙালী (চট্টগ্রাম), দেবাশীষ মিস্ত্রি (ঢাকা), মনিরম্নজ্জামান মন্টু (ঢাকা), মনিরম্নজ্জামান রিপন (মুন্সিগঞ্জ), মোঃ এন এ জাকির (বান্দরবান), সুদীপ দাশ (রাঙ্গামাটি), হারম্নন অর রশিদ (লৰীপুর), শেখ ইউসুফ মনি (বরিশাল), পারভেজ মাহমুদ হিমু (ফেনী), সাধন সরকার (চাঁদপুর), দেবাশীষ কর মধু (চাঁদপুর), দেবব্রত মজুমদার লিক্সন (সুনামগঞ্জ), মাসুদ রানা, মনোজ কুমার মজুমদার (খুলনা), মিজানুর রহমান (ঝিনাইদহ), সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু (সাতৰীরা), খুরশীদ হায়দার টুটুল (মাগুরা), আবুল বাসার আখন্দ (মাগুরা), ইসরাত জাহান সোনালী (ঝালকাঠি), গৌরাঙ্গ দাস (বগুড়া), এ কাসেম অনু (চাপাইনবাবগঞ্জ), কামরম্নন্নাহার (রাজবাড়ী) অনুপ কুমার অনু (দিনাজপুর), আবুল কাসেম লিটন (দিনাজপুর), মাহবুবুর রহমান আখন্দ (গাইবান্ধা), রাসেল আমিন ¯^cb (নীলফামারী), ফাল্গুনী তরফদার(কুড়িগ্রাম), বিপস্নব দত্ত পন্টন (টাঙ্গাইল), ইব্রাহীম মোলস্না (গাজীপুর), রোকন-উদ-দৌলা (জামালপুর), হাবিবুর রহমান হাবিব (নারায়নগঞ্জ), সমাপ্ত হোসেন(মানিকগঞ্জ)।

উপ সম্পাদক-
শামসুদ্দিন টগর – অশোক সেনগুপ্ত, আবুল বাশার সিকদার, এ জেড এ কবীর সোহেল, আমীরম্নল ইসলাম মনি, সুশানৱ কুমার সৈকত, আরিফুজ্জামান চয়ন।

সদস্যঃ আমিনুল ইসলাম, মোঃ শাহজাহান কামাল, মোহাম্মদ ফারম্নক তালুকদার, সাজ্জাদ হোসেন, সৈয়দা রিফাত আকতার নিশু, খসরম্নদ্দিন আহমেদ, সাইফুল আলম লিকন, মোহাম্মদ জহিরম্নল হক, সাইফুল ইসলাম অপু, এস এম মোরশেদ, সাইফুল হাসান, নিখিল কুমার নাথ, আকাশ আলী রম্নবেল, হাসান ফেরদৌস পিপুল, হারম্নন অর রশীদ, আমিনা লতিফ, ফেরদৌসী আজিজ, শিল্পী রাণী দেবী, আমিকা রায় কেয়া।